'তৃণমূলে নব জোয়ার' কর্মসূচিতে এখন উত্তরবঙ্গের জেলায় জেলায় চষে বেড়াচ্ছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর জনসংযোগ যাত্রা পৌঁছয় ইটাহারে। আর সেখানে অভিষেককে ঘিরে রীতিমতো জনস্রোত। যেদিকেই চোখ যায় খালি কালো মাথা। গাড়ির ছাদে উঠে বক্তব্য রাখলেন অভিষেক।
সোমবার উত্তর দিনাজপুরে যাত্রার দ্বিতীয়ে দিনে এদিন হেমতাবাদ, রায়গঞ্জে জনসভা শেষে ইটাহারে পৌঁছন অভিষেক। সেখানে গোটা রাস্তা দখল কার্যত তৃণমূলের কর্মী-সমর্থকদের হাতে। নেতাকে দেখতে থইথই ভিড়।
তৃণমূল কর্মী-সমর্থকদের ঊচ্ছ্বাস বাঁধভাঙা উচ্ছ্বাস দেখে হাত নেড়ে এগোতে থাকেন অভিষেক। ব্যারিকেড পেরিয়ে নেতাকে একটিবার ছুঁতে আকুতি সকলের। হাসিমুখে কর্মীসমর্থকদের সঙ্গে হাত মেলান অভিষেক। তাঁর নিরাপত্তায় থাকা পুলিশ কর্মীরাও পর্যন্ত হিমশিম খান।
অভিষেককে ঘিরে ওঠে মুহুর্মুহু স্লোগান। গাড়ির ছাদে উঠে ভাষণ দেন আপ্লুত অভিষেক। তিনি বলেন,'ইটাহার যেভাবে আমায় বরণ করল, সারাজীবন কৃতজ্ঞ থাকব। অনেক রাজনৈতিক সভায় গিয়েছি। নির্বাচনের প্রচারে বিভিন্ন জায়গায় সভা-সমাবেশ করেছি। এই স্বতস্ফূর্ততা কোথাাও দেখিনি। মানুষের এই ভালোবাসার জন্য আমি চির ঋণী হয়ে থাকব। তৃণমূলে নব জোয়ারকে আজ জনজোয়ারে পরিণত করেছে মানুষ।'
উত্তর দিনাজপুরের ইটাহারে তিনি আরও বলেন,'মানুষ যাঁকে চাইবে, তৃণমূল সর্বশক্তি দিয়ে তাঁকে প্রার্থী করে নির্বাচনে জেতাবে'।
ইটাহারে অভিষেককে ঘিরে জনপ্লাবনের ছবি দিয়ে তৃণমূল কংগ্রেসের টুইট,'অগণিত আশীর্বাদ, অফুরান ভালোবাসা- ইটাহারের মানুষের এই সমর্থনের জন্য আমরা মাথা নত করছি। হাজার হাজার মানুষ আজ অংশ নিলেন জনসংযোগ যাত্রায়। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উপর ভরসা রেখেছেন তাঁরা। তৃণমূলে নবজোয়ার ইতিহাস তৈরি করছে।'