scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Forecast: আজও কি বৃষ্টি হবে? জানুন আবহাওয়ার খবর

ইয়াসের জেরে জলমগ্ন (ছবি-পিটিআই)
  • 1/6

ঘূর্ণিঝড় ইয়াস (Cyclone Yaas) চলে গেলেও বঙ্গে রয়ে গিয়েছে বৃষ্টি। আজ শনিবারও বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 

প্রতীকী ছবি
  • 2/6

হাওয়া অফিস জানাচ্ছে এদিন কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকবে। সঙ্গে কিছু কিছু জায়গায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত।

ইয়াসের জেরে বৃষ্টি (ছবি-পিটিআই)
  • 3/6

আবহাওয়া দফতর আরও জনাচ্ছে, এদিন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি ৩৫ ডিগ্রি ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

Advertisement
প্রতীকী ছবি
  • 4/6

তাপমাত্রা থাকবে ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। 

ইয়াসের তাণ্ডব (ছবি পিটিআই)
  • 5/6

প্রসঙ্গত গত বুধবারই ওডিশা ও বাংলায় তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ইয়াস। এরাজ্যে ইয়াসের সবচেয়ে বেশি প্রভাব দেখা গিয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়।

প্রতীকী ছবি
  • 6/6

তারপর থেকেই নিম্নচাপের জেরে বৃষ্টিস্নাত শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা। এদিকে এই বৃষ্টির জেরে তীব্র গরমের হাত থেকে কিছুটা হলেও রেহাই পেয়েছেন বঙ্গবাসী।  

Advertisement