শিশুদের অজানা জ্বর নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে রাজ্যে। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হল। যা নিয়ে নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে।
এই নিয়ে গত তিনদিনে মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যু হল।মোট শিশু বিভাগের ভর্তি রয়েছে ১৩৫ জন শিশু। ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে ৬৬ জন।
এই নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভাইস প্রিন্সিপাল পুরনজয় সাহা জানিয়েছেন, ভর্তি শিশুদের মধ্যে ৪৮ জন জ্বরে আক্রান্ত।
৮ জনের অবস্থা আশঙ্কাজনক।২৪টি পিকু বেড করা হল। আগে ১২ছিল। তার মধ্যে ছয়টি কাজ করতো বাকি ৬টি কাজ করত না। এখন আরও ১২টি বারানো হচ্ছে।
অন্যদিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডাক্তার সুষ্মা সাহু জানিয়েছেন যে শিশুটির মৃত্যু হয়েছে সেগুলিকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হয়েছিল মেডিকেল কলেজ হাসপাতালে।
এদিকে উত্তরবঙ্গেও শিশুদের মধ্যে জ্বরের প্রকোপ বাড়ছে। জলপাইগুড়ি হাসপাতালে এখন ভর্তি ১১৯ জন শিশু। নতুন করে ভর্তি হয়েছে ৩১ শিশু। জলপাইগুড়িতে ৩ শিশুর মৃত্যু হয়েছে।