scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

বাংলার ফুল ঢুকতে দেওয়া হচ্ছে না নেপালে, বিয়ের মরসুমে বিপাকে ব্যবসায়ীরা

ধানতলার ফুল ব্যবসায়ীরা
  • 1/5

বিয়ের মরসুমে প্রবল সমস্যায় পড়েছেন রানাঘাট ধানতলার ফুল ব্যবসায়ীরা। এতোদিন শিলিগুড়ি হয়ে নেপালে ফুল পাঠাতেন তারা। কিন্তু  নেপাল সীমান্তে সেখানকার ব্যবসায়ীরা ফুল নেপালে ঢুকতে দিচ্ছে না বলে অভিযোগ তাঁদের। (ছবি- নিজস্ব)

ফুল পাঠাতে না পেরে সমস্যায়
  • 2/5

চাষীদের কাছে ফুল কিনে তারা নেপাল সীমান্তে ফুল পাঠাতে না পেরে সমস্যায় পড়েছেন ধানতলার ফুল ব্যবসায়ীরা। ফুল পাঠানো হচ্ছে কম করে।লাভের পরিমাণ কমে যাওয়ার পাশাপাশি সমস্যার সৃষ্টি হচ্ছে।
 

লাভের মুখ দেখতো
  • 3/5

বিগত বছর গুলিতে তারা অনেক ফুল পাঠিয়েছে এবং লাভের মুখ দেখতো। কিন্তু এবছর এমন সমস্যার জেরে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। 

Advertisement
বিয়ের মরসুমে
  • 4/5

ব্যবসায়ী জগবন্ধু সরকার বলেন, লকডাউনের পরে বিয়ের মরসুমে আমরা ফুল পাঠাতে চেয়েছিলাম। কিন্তু সেই ফুল ঢুকতে দেওয়া হচ্ছে না। ফলে অনেক সমস্যা পড়েছেন সকলে।

কিছু ব্যবসায়ীর এতে মদত দিচ্ছে
  • 5/5

তিনি এটাও দাবি করেন, সীমান্তের কিছু ব্যবসায়ীর এতে মদত দিচ্ছে। সমস্যা সমাধান না হলে বড় ক্ষতি হবে তাঁদের। এমনিতে করোনা পরিস্থিতির জেরে এবছর অনেকে সমস্যায় ভুগেছেন তাঁরা।
 

Advertisement