scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

৩ মাস জলবন্দি শান্তিপুরের বিস্তীর্ণ এলাকা, দেখুন মানুষের দুর্দশার ছবি

৩ মাস জলবন্দি
  • 1/8

দীর্ঘ তিন মাস ধরে জলবন্দি নদিয়ার শান্তিপুরের (Nadia Santipur) হরিপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকার মানুষ। 

৩ মাস জলবন্দি
  • 2/8

শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত উত্তরপাড়া কলোনির প্রায় ৫০টি পরিবার দীর্ঘ তিন মাস যাবৎ আটকে রয়েছে জলে। 

৩ মাস জলবন্দি
  • 3/8

স্থানীয় পঞ্চায়েত সদস্য গোপাল মজুমদারকে এ বিষয়ে জানিয়েও কোনও লাভ হয়নি বলে দাবি এলাকাবাসীর। বর্ষার শুরু থেকে জমা জলের মধ্যে দিয়েই তাঁদের নিত্যপ্রয়োজনীয় কাজকর্ম সারতে হচ্ছে। করতে হচ্ছে দোকান, বাজার, রেশন, হাট, ব্যাঙ্কের কাজ। 

Advertisement
৩ মাস জলবন্দি
  • 4/8

দীর্ঘদিনের আবদ্ধ পচা জল পেরিয়ে, নিয়মিত যাওয়া-আসা করার ফলে অনেকেরই পায়ে নানান চর্মরোগও দেখা দিচ্ছে। অন্যদিকে ওই এলাকায় রয়েছে বেশ কয়েকটি ধান শুকনো ও সেদ্ধ করার কারখানা। 

৩ মাস জলবন্দি
  • 5/8

কারখানা থেকে বিভিন্ন রাসায়নিক এসে মিশছে জলে। আর সেই পচা দুর্গন্ধযুক্ত জলই ঢুকছে এলাকার বাড়িগুলির উঠোন ও ঘরে।

৩ মাস জলবন্দি
  • 6/8

বাডছে সাপ এবং অন্যান্য বিষাক্ত কীট পতঙ্গ দংশনের আশঙ্কা। এলাকাবাসীর দাবি, যদি পঞ্চায়েতের তরফ থেকে পাম্প বসিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হতো, তাহলেও সাময়িক মুক্তি পাওয়া যেতো।

৩ মাস জলবন্দি
  • 7/8

এ প্রসঙ্গে গোপাল মজুমদার জানান পঞ্চায়েতের মাধ্যমে বিডিওর সঙ্গে কথা বলা হয়েছে। এবছর বৃষ্টির পরিমাণ বেশি তাই এই সমস্যা। 

Advertisement
৩ মাস জলবন্দি
  • 8/8

হরিপুর পঞ্চায়েতের প্রধান শোভা সরকার জানান, জল বের করার কোনও উপায় পাওয়া যায়নি। তবে জমা দল ফেলার জায়গা নিয়ে এলাকাবাসী সহযোগিতা করলে, বিডিওকে বলে পাম্পের ব্যবস্থা করার চেষ্টা হবে।

Advertisement