scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Makar Sankranti Weather Update: সক্রিয় পশ্চিমি ঝঞ্ঝা, আবহাওয়ায় বড় বদলের পূর্বাভাস মকর সংক্রান্তিতে

weather forecast
  • 1/9

বড়দিনের ছুটিতে এবার শীতের আমেজ তেমন উপভোগ করতে পারেনি বাঙালি। ইংরেজি বর্ষবরণের রাতেও তেমন  ঠান্ডা ছিল না। তবে জানুয়ারির প্রথম সপ্তাহটা হাড়কাঁপানো শীত পেয়েছে বাংলা। 

weather forecast
  • 2/9

আপাতত সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকছে, যার ফলে শীতের আমেজ বজায় থাকবে। কিন্তু আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহের শেষের দিকে ফের পারদ চড়বে। 
 

weather forecast
  • 3/9

রাজ্যের ওপরে উত্তরে এবং উত্তর-পশ্চিম হাওয়ার ভালই  প্রভাব রয়েছে। যা আগামী ২৪ ঘন্টাতেও বজায় থাকবে। বুধবার থেকে ন্যূনতম তাপমাত্রা সামান্য কিছুটা বৃদ্ধি পেলেও জেলায় জেলায় ভালই ঠান্ডা বজায় থাকবে।
 

Advertisement
weather forecast
  • 4/9

এই মুহূর্তে সাগরে কোনও ওয়েদার সিস্টেম নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। যাঁরা মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে  পুণ্যস্নান করতে ইচ্ছুক, তাঁদের জন্য এটা একদিক থেকে ভালো খবর। 

weather forecast
  • 5/9

যদিও মকর সংক্রান্তিতে ফের পারদ চড়ছে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।  জানা গিয়েছে, সপ্তাহান্তে অর্থাৎ শনিবার ও রবিবার কলকাতার  সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির কোঠায় চলে যেতে পারে। 

weather forecast
  • 6/9

আলিপুর আবহাওয়া দফতর বলছে, ১৩ জানুয়ারি পর্যন্ত ন্যূনতম তাপমাত্রা ১৩-১৫ ডিগ্রি পর্যন্ত থাকার সম্ভাবনা। তবে পৌষ সংক্রান্তির দিন অর্থাৎ ১৪ জানুয়ারি ন্যূনতম তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে।  কারণ দুটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। সেই কারণে ১৪ জানুয়ারি পৌষ সংক্রান্তির দিন থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে।

weather forecast
  • 7/9

সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। আজ মঙ্গলবারও ১৩ ডিগ্রি সেলসিয়াসেই থেকেছে, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৫০ থেকে ৮৭ শতাংশের মধ্যে থাকবে। তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৪ থেকে ২৬ ডিগ্রির মধ্যে। 
 

Advertisement
weather forecast
  • 8/9


আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতায় সকালের দিকে কুয়াশা থাকলেও আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। 
 

weather forecast
  • 9/9

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মকর সংক্রান্তিতর সময় পশ্চিমী ঝঞ্ঝার কারণে জলীয় বাষ্প ঢুকে উত্তর ভারতে শীতের দাপট কমিয়ে দেবে। গতি কমবে উত্তুরে হাওয়ার আর তার প্রভাব পড়বে এই রাজ্যেও। আর তাতেই  কমবে শীতের অনুভূতি।  

Advertisement