গতমাসে, কমবেশি ভালোই বৃষ্টি হয়েছে রাজ্যে। বিশেষত উত্তরবঙ্গে (Northe bengal) বৃষ্টির পরিমান যথেষ্টই ছিল। কিন্তু এই মাস পরেই আবহাওয়ায় বেশ খানিকটা পরবর্তন।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এই মুহূর্তে ভারি বৃষ্টির পূর্বাভাস সেভাবে নেই। বরং বিক্ষিপ্তভাবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) আরও জানাচ্ছে, রাজ্যে দক্ষিণপূর্ব বায়ু ঢুকছে। সেই বায়ুতে রয়েছে প্রচুর পরিমানে জলীয় বাষ্প।
এরফলে আকাশ থাকবে আংশিক মেঘলা (Partly Cloudy)। সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টি হলেও বড় কোনও বর্ষণের সম্ভাবনা নেই।