নিম্নচাপ সরে যাচ্ছে, ফলে আবহাওয়া উন্নতি ঘটবে রাজ্যে। জানাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। হাওয়া অফিস জানাচ্ছে, নিম্নচাপটি সরে আসতে আসতে মধ্যপ্রদেশ হয়ে গুজরাটের দিকে এগোবে।
অপর একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যার অবস্থান ছত্তীসগঢ় থেকে ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ। সঙ্গে ব্যাপক পরিমান দক্ষিণপূর্ব বাতাস ঢুকছে এরাজ্যে।
ফলে প্রচুর মেঘ থাকবে আকাশে। সঙ্গে হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। তবে ভারী বৃষ্টির (Heavy Rain) তেমন কোনও সম্ভাবনার কথা জানায়নি আবহাওয়া দফতর।
শহর কলকাতাতেও (Kolkata) আকাশ সাধারণত মেঘলাই থাকবে। সঙ্গে হতে পারে বজ্র বিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। এটিও স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।
অন্যদিকে উত্তরবঙ্গেও (North Bengal) সাধারণ বর্ষাই থাকবে বলে জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।