scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Forecast : শুক্রবার পর্যন্ত রাজ্যে বৃষ্টি, জানুন আবহাওয়ার বিস্তারিত রিপোর্ট

প্রতীকী ছবি
  • 1/5

রাজ্যে ৭২ ঘণ্টা বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। সেইমতো আজ বুধবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।

প্রতীকী ছবি
  • 2/5

তবে আগামিকাল বৃষ্টির পরিমান একটু কমবে। কিন্তু ১৮ তারিখ ফের বৃষ্টি বাড়তে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার পূর্ব উত্তরপ্রদেশের উপরে যে নিম্নচাপ ছিল সেটা দুর্বল হয়ে গিয়েছে। তবে যে ঘূর্ণাবর্তটি ছিল সেটি পূর্ব উত্তরপ্রদেশ ও পার্শ্ববর্তী এলাকায় রয়ে গিয়েছে।

প্রতীকী ছবি
  • 3/5

এছাড়া পশ্চিম পাঞ্জাব থেকে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ লাগোয়া আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। ফলে উত্তর ও দক্ষিণবঙ্গে জেলাগুলিতে এই বৃষ্টিপাত। 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/5

এক্ষেত্রে উত্তরবঙ্গের (North Bengal) উপরের জেলাগুলিতে এবং উপকূলবর্তী জেলাগুলির কয়েকটি জায়গায় একটু ভারি বৃষ্টিপাত হতে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

প্রতীকী ছবি
  • 5/5

এদিকে কলকাতাতেও (Kolkata) হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ঝড়বৃষ্টির জেরে মৎস্যজীবীদের ১৭ তারিখ পর্যন্ত সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  

Advertisement