scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Forecast : উত্তরবঙ্গে ভারি বৃষ্টির সতর্কতা, দক্ষিণের আবহাওয়ার কী খবর?

প্রতীকী ছবি
  • 1/6

সপ্তাহের প্রথম কাজের দিনেও বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, আজ সোমবারও (Monday) বৃষ্টিতে ভিজতে পারে শহর কলকাতা (Kolkata)। 

প্রতীকী ছবি
  • 2/6

হাওয়া অফিসের পূর্বভাস অনুয়ায়ী, এদিনও মূলত মেঘলাই থাকবে শহর কলকাতার আকাশ। সঙ্গে হতে পারে পারে কয়েক পশলা বৃষ্টি। 

প্রতীকী ছবি
  • 3/6

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবাকিরে চেয়ে ১ ডিগ্রি বেশি। 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/6

পাশাপাশি বিভিন্ন জেলাতেও সকাল থেকেই মেঘলা আকাশ। আজ থেকে ভারি বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে (North Bengal)। এছাড়া বুধবার থেকে দক্ষিণবঙ্গেও (South Bengal) রয়েছে ভারি বৃষ্টির সতর্কতা।

প্রতীকী ছবি
  • 5/6

প্রসঙ্গত, লাগাতার বৃষ্টি ও বিভিন্ন জালাধার থেকে জল ছাড়ার পর প্রায় সপ্তাহখানেক প্লাবন পরিস্থিতি রাজ্যের একাধিক জেলায়। জলমগ্ন হয়ে পড়ে বিভিন্ন জেলার বিস্তীর্ণ এলাকা। গত সপ্তাহে পরিস্থিতি পরিদর্শনে বের হন স্বয়ং মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথাও হয় তাঁর।

নদী ভাঙন
  • 6/6

এদিকে এই পরিস্থিতির মাঝেই রবিবার ভোর থেকে মালদায় (Malda) একাধিক ব্লকে ফের শুরু হয়েছে নদী ভাঙন। যার জেরে আতঙ্ক বাড়ছে মানুষের মধ্যে। 

Advertisement