scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Forecast : মধ্যপ্রদেশের দিকে সরছে নিম্নচাপ, বাংলায় আজও বৃষ্টির পূর্বাভাস

প্রতীকী ছবি
  • 1/6

রাজ্যে আজও মেঘলা আকাশ, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office)। বৃষ্টি কলকাতা ও জেলায় জেলায়। 

প্রতীকী ছবি
  • 2/6

হাওয়া অফিস জানাচ্ছে, অতি গভীর নিম্নচাপ ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। শক্তি হারিয়ে এটি নিম্নচাপে পরিণত হবে। উত্তর ছত্তীসগঢ় হয়ে মধ্যপ্রদেশের দিকে এগোচ্ছে নিম্নচাপটি (Low Pressure)। 

প্রতীকী ছবি
  • 3/6

আজ শহর কলকাতায় (Kolkata) আকাশ মূলত মেঘলা থাকবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি। 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/6

এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।

প্রতীকী ছবি
  • 5/6

পাশাপাশি বৃষ্টি দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতেও। বৃষ্টি হয়, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, দুই ২৪ পরগনা, নদিয়া, দুই মেদিনীপুর, হুগলি, হাওড়া ও ঝাড়গ্রামের কিছু কিছু এলাকায়। 

প্রতীকী ছবি
  • 6/6

প্রসঙ্গত নিম্নচাপের জেড়ে গত পড়শু থেকেই বৃষ্টি শুরু হয়েছে রাজ্যে। গতকালও দিনভর বৃষ্টি চলে শহর কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ফলে ইতিমধ্যেই জলমগ্ন বিভিন্ন এলাকা। জল জমে গিয়েছে নিচু এলাকাগুলিতে। ব্যাপক সমস্যার সম্মুখীন সাধারণ মানুষ। 
 

Advertisement