মাঝে মাত্র আর কয়েকদিন। তারপরেই ২৫ ডিসেম্বর, বড়দিন। আর বড়দিন মানেই শীতের মিঠে রোদ পিঠে নিয়ে চিড়িয়াখানা-ভিক্টোরিয়া ঘোরার বাড়তি আনন্দ। সঙ্গে কেক।
এবছর আবার বড়দিন পড়েছে রবিবার। তাই একেবারে পরিবার-পরিজন নিয়ে জমজমাটি একটা নির্ভেজাল আনন্দের দিন।
হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত পাঁচদিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কোথাও তাপমাত্রার তেমন কোন পরিবর্তন হবে না। ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মাঝামাঝিই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।
উত্তরবঙ্গের ক্ষেত্রে ৪৮ ঘণ্টায় মালদা এবং দুই দিনাজপুরে ঘন কুয়াশা সম্ভাবনা থাকছে। আর উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে থাকতে পারে হালকা থেকে মাঝারি কুয়াশা।
অন্যদিকে দক্ষিণবঙ্গেও মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। ২৩ তারিখের পর ফের তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত।