scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Forecast: নামছে পারদ, আগামী সপ্তাহেই রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত

Weather Forecast
  • 1/12

জাওয়াদের জেরে সৃষ্ট নিম্নচাপ কেটে গিয়েছে আগেই, তবে  জলীয় বাষ্পের কারণে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলছিল৷ সেই মেঘ কেটে যেতেই ফের শীতের আমেজ ফিরেছে রাজ্যে।
 

Weather Forecast
  • 2/12

 আগামী দু-তিন দিনে রাতের তাপমাত্রা একধাক্কায় প্রায় তিন থেকে চার ডিগ্রি কমে যাবে। এই আবহে রাজ্যের সব জেলাতেই রাতে ফিরবে শীতের আমেজ। অবশ্য দিনের তাপমাত্রা এখনই কমবে না বলেই জানানো হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে৷

Weather Forecast
  • 3/12

আবহাওয়া দফতর আগেই জানিয়েছিলেন ১১ ডিসেম্বর নাগাদ তাপমাত্রা কমতে পারে। বর্তমানে স্থলভাগে জলীয় বাষ্পও সেরকম নেই। ফলে তাপমাত্রা নামার পরিস্থিতি তৈরি হয়েছে।
 

Advertisement
Weather Forecast
  • 4/12

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা।
 

Weather Forecast
  • 5/12

দক্ষিণের মত উত্তরেও সোমবার পর্যন্ত সর্বত্র আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা।
 

Weather Forecast
  • 6/12

কলকাতা ও আশপাশের এলাকায় আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকতে পারে।  সকালে কুয়াশা থাকবে।

Weather Forecast
  • 7/12

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াল, স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াল, স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ৯৩ শতাংশ। সর্বনিম্ন পরিমাণ ৫২ শতাংশ।
 

Advertisement
Weather Forecast
  • 8/12

হাওয়া অফিস বলছে, আগামী ৪ দিন পশ্চিমবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে।  রাতের তাপমাত্রা প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি ধীরে ধীরে কমবে। ফলে  শীতের আমেজ ফিরবে রাতে।

Weather Forecast
  • 9/12

এদিকে পশ্চিম হিমালয় অঞ্চলে ১৩ ডিসেম্বর নাগাদ নতুন করে একটি পশ্চিমী ঝঞ্জা তৈরি হতে চলেছে। যার জেরে ১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদে বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে।
 

Weather Forecast
  • 10/12


হাওয়া অফিস বলছে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এরাজ্যেও  কিছুটা চড়বে পারদ। ঝঞ্ঝা কাটলেই শীতের হাতছানি।
 

Weather Forecast
  • 11/12

 হাওয়া অফিসের পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটলে আগামী সপ্তাহে বাধাহীন উত্তুরে হাওয়ায় ভর করে রাজ্যে ফিরতে পারে ঠান্ডার আমেজ।  

Advertisement
Weather Forecast
  • 12/12

আগামী সপ্তাহের শেষে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জাঁকিয়ে পড়বে শীত। 
 

Advertisement