scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Forecast:বঙ্গোপসাগরে নিম্নচাপ, কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস

Weather Forecast
  • 1/9

 বৃষ্টি থেমেছে। মেঘ কেটেছে। শুকনো হাওয়ায় আবার নেমেছে তাপমাত্রা। ফলে রাজ্য জুড়েই এখন শীতের আমেজ। 
 

Weather Forecast
  • 2/9

আগামী তিন থেকে চারদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। 

Weather Forecast
  • 3/9

 স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা কমবে আগামী তিন-চার দিন। তাই রাতে এবং ভোরের দিকে শীতের আমেজ উপভোগ করতে পারবে বঙ্গবাসী।  
 

Advertisement
Weather Forecast
  • 4/9

তবে  সপ্তাহান্তেই আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে আবার।
 

Weather Forecast
  • 5/9

৪৮  ঘন্টা পর থেকে আবারও বাধা পেতে চলেছে শীত।

Weather Forecast
  • 6/9

 বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপের জন্য জলীয়বাষ্প আবারো প্রবেশ করবে রাজ্যে। 

Weather Forecast
  • 7/9

এর জেরে ২২ তারিখ অর্থাৎ সোমবার  দক্ষিণবঙ্গে উপকূলীয় জেলা বিশেষ করে দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর ,ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া খুব হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

Advertisement
Weather Forecast
  • 8/9

দক্ষিণের পাশাপাশি  উত্তরবঙ্গের  দার্জিলিং ও কালিম্পং জেলায়  হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Weather Forecast
  • 9/9

জাঁকিয়ে শীত পেতে আপাতত  ১৫ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement