মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। জেলায় ঠান্ডার কামড় আরও বেশি।
হু হু করে রাজ্যে ঢুকছে হিমেল হাওয়া। তার ফলে রাজ্যের দশটি জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করেছিল আলিপুর আবহাওয়া দফতর।
দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, নদিয়া, পুরুলিয়া এবং বাঁকুড়ায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে৷
হাওয়া অফিস বলছে আগামী দু'দিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রার কোন পরিবর্তন নেই, অর্থাৎ এখন যে ঠান্ডা রয়েছে সেই ঠান্ডা আগামী আরও দুদিন থাকবে। অর্থাৎ জাঁকিয়ে শীত থাকবে রাজ্যে।
তবে দুদিন পর থেকে রাতের তাপমাত্রা একটু করে বাড়বে। কারণ ২৪ ও ২৬ ডিসেম্বর দুটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতের ওপর থাকবে। তার ফলে উত্তর-পশ্চিম দিক থেকে যে ঠাণ্ডা হাওয়াটা রাজ্যে আসে সেটি বাধাপ্রাপ্ত হবে। সেই কারণে ঠান্ডা কমতে থাকবে।