ফিরছে শীত। শুরু হয়েছে উত্তুরে হাওয়ার দাপটও। এই আবহে সপ্তাহান্তে জমিয়ে শীতের আমেজ উপভোগ করবেন রাজ্যবাসী, এমনটাই বলছে হাওয়া অফিস।
যদিও বুধবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ২ ডিগ্রি উপরে ছিল। তবে বৃহস্পতিবার থেকে ফের রাতের তাপমাত্রার পারদ নামবে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
তবে উত্তরবঙ্গের পার্বত্য জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলীয় বাষ্প থেকে মেঘ হয়ে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় এই বৃষ্টির সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায়।
এদিকে কলকাতায় শীতের আমেজ ফিরছে। রাতের তাপমাত্রা কমছে। আজও আংশিক মেঘলা ছিল আকাশ। তবে বেলার দিকে আকাশ পরিষ্কার হয়ে যায়। কাল থেকে আরও নামবে পারদ ।