বাংলায় দুর্গোৎসব কেটেছে বিক্ষিপ্ত বৃষ্টিতে। বঙ্গবাসী আজ কালীপুজো উদযাপন করছেন। তবে বৃষ্টির ভ্রুকুটি নয়, বরং মনোরম আবহাওয়া দেখা যাচ্ছে রাজ্য জুড়ে।
হাওয়া অফিস বলছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উপর কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত নেই। সেই কারণে আগামী পাঁচ দিন কোন বৃষ্টির সম্ভাবনা নেই।
হাওয়া অফিসের পূর্বাভাস তিন- চার দিন পর অর্থাৎ আগামী সপ্তাহের আবারো ৩ থেকে ৪ ডিগ্রি কমে যেতে পারে তাপমাত্রা।
হাওয়া অফিস বলছে, উত্তর-পশ্চিম দিক থেকে ঠাণ্ডা বাতাস প্রবেশ করছে রাজ্যে। আগামী ২৪ ঘণ্টায় শুষ্ক আবহাওয়া থাকবে। দিনের তাপমাত্রা ও রাতের তাপমাত্রা দুটোই স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কম থাকবে।
ইতিমধ্যেই পশ্চিমের জেলা গুলোতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেক নীচে নেমে এসেছে। সপ্তাহ শেষে পশ্চিমের জেলা গুলোতে তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।