রবিবার গভীর রাতে নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং ওড়িশা উপকূল হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে।
মনে করা হচ্ছে, সোমবার সকাল বা দুপুরের দিকে মামুলি নিম্নচাপ হিসেবে এটি দক্ষিণ ২৪ পরগণার উপকূল অতিক্রম করতে পারে। তবে যে ভাবে তার শক্তি হারানো চলছে, তাতে স্থলভাগে প্রবেশের আগেই নিম্নচাপটি পুরোপুরি বিলীনও হয়ে যেতে পারে। যদিও তার প্রভাবে বৃষ্টির হাত থেকে এখনই রেহাই পাবে না দক্ষিণবঙ্গ।
শনিবার সারাদিন অল্পস্বল্প বৃষ্টিই হয়েছিল দক্ষিণবঙ্গে। তবে রবিবার সকাল থেকে বৃষ্টির দাপট অনেকটাই বাড়ে।
সোমবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। এদিনের জন্য উত্তর ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আজ বিকেল পর্যন্ত ঘন্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বাংলার উপকূলে। যার জেরে দিঘা, মন্দারমনি-সহ সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা।