Advertisement
পশ্চিমবঙ্গ

Bengal Winter Forecast:আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, শীতের কী পূর্বাভাস?

Bengal Winter Forecast
  • 1/12

সপ্তাহের শেষেই মিলবে শীতের আমেজ, জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। আগামী  তিন দিনেই ৫  ডিগ্রি পর্যন্ত নীচে নামবে তাপমাত্রার পারদ। আকাশ পরিস্কার হতেই  দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে এবার, সেইসঙ্গে বাড়বে দিনের তাপমাত্রা। উত্তরবঙ্গেও থাকবে  শীতের আমেজ। উত্তুরে হাওয়া বইবে। 
 

Bengal Winter Forecast
  • 2/12

কলকাতার আবহাওয়া
কলকাতায় সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকলেও, বেলা বাড়তেই পরিষ্কার আকাশ। রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকলও  আগামী কয়েকদিনে কমবে তাপমাত্রার পারদ।

Bengal Winter Forecast
  • 3/12

আজ সকালে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৪  ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১৮ মিলিমিটার।
 

Advertisement
Bengal Winter Forecast
  • 4/12

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার আকাশ। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় সকালের দিকে আংশিক মেঘলা আকাশ ছিল, পরে পরিষ্কার আকাশ। নতুন করে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। নিম্নচাপ বাংলাদেশ উপকূলে শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে।
 

Bengal Winter Forecast
  • 5/12

আগামী তিন দিনে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। শুক্রবারের পর স্বাভাবিক এর নীচে নামবে কলকাতার তাপমাত্রা। 
 

Bengal Winter Forecast
  • 6/12

 দক্ষিণবঙ্গে সপ্তাহের শেষে মিলবে শীতের আমেজ । পূবালি হাওয়ার প্রভাব কমবে, বাড়বে উত্তুরে হাওয়ার দাপট।
 

Bengal Winter Forecast
  • 7/12

আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে  রাজ্যে।
 

Advertisement
Bengal Winter Forecast
  • 8/12

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে দার্জিলিং,কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় শীতের আমেজ ক্রমশ বাড়বে। 

Bengal Winter Forecast
  • 9/12

শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গেও। আগামী কয়েকদিন তাপমাত্রার তারতম্যের কারণে জলীয়বাষ্প থাকায় কুয়াশা হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। 

Bengal Winter Forecast
  • 10/12

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে
বুধবার  আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। এর প্রভাবে  বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা জম্মু-কাশ্মীরের লাদাখ, মুজাফফরাবাদ,হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং উত্তর প্রদেশের কিছু অংশে। হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড লাদাখ জম্মু-কাশ্মীর এ তুষারপাতের সম্ভাবনা। হালকা বৃষ্টি ও ঘন কুয়াশা হতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় দিল্লি, উত্তরপ্রদেশের কিছু অংশে। 

Bengal Winter Forecast
  • 11/12

আগামী কয়েকদিন তাপমাত্রা কমবে উত্তর-পশ্চিম ভারত ও  পূর্ব ভারতের রাজ্যগুলিতে।

Advertisement
Bengal Winter Forecast
  • 12/12

তবে দক্ষিণ ভারতে বৃষ্টি চলবে। আগামী কয়েকদিন কেরল তামিলনাড়ু ,করাইকাল, পন্ডিচেরিতে বৃষ্টির সম্ভাবনা। উত্তর-পূর্ব মৌসুমি বায়ু ও আরব সাগরের ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস।

Advertisement