ঘূর্ণিঝড়, নিম্নচাপের দুর্যোগ কেটেছে। আগের থেকে আবহাওয়াও অনেকটা স্বাভাবিক হয়েছ। হাওয়া অফিস বলছে যত বেলা বাড়বে ততই আবহাওয়ার উন্নতি হবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে রবিবার পর্যন্ত কোন বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণ বঙ্গে। তবে উপকূলীয় জেলাগুলিতে হালকা মেঘলা আবহাওয়া থাকবে।
তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং,কোচবিহার,জলপাইগুড়ি,আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী ২৪ ঘন্টায়।
আকাশ পরিষ্কার হওয়ার পর রাতের তাপমাত্রা আস্তে আস্তে কমতে শুরু করেছে। তবে আগামী ১০ তারিখ পর্যন্ত স্বাভাবিক বা স্বাভাবিকের উপরে থাকবে রাতের তাপমাত্রা। ১১ তারিখের পর দু-তিন দিনের জন্য রাতের তাপমাত্রা একটু বেশি কমবে। তখন স্বাভাবিকের নীচেও নামতে পারে।
হাওয়া অফিসের পক্ষ থেকে রাজ্যের কোথাও কোনো ওয়ার্নিং বা সর্তকতা এই মুহূর্তে নেই। এখন হালকা শীত-শীত ভাব থাকলেও তাপমাত্রা বেশি। জলো ঠাণ্ডা রয়েছে। বাতাসে আর্দ্রতা বেশি থাকার জন্যই এই পরিস্থিতি বলছে আবহাওয়া দফতর। যতক্ষণ তা না কমবে এবং উত্তরে হাওয়ার প্রভাব বাড়বে ততক্ষণ শীত পড়বে না।
এদিকে ১১ ডিসেম্বর নাগাদ তাপমাত্রা কিছুটা কমলেও, দু-তিনদিন পর থেকেই ফের তা বাড়তে পারে বলেও পূর্বাভাস।
আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাসে কলকাতা ও আশপাশের এলাকায় আগামী ২৪ ঘন্টার আকাশ অংশত মেঘলা থাকবে বলে জানান হয়েছে।
আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশি । গতকাল ছিল ২১ ডিগ্রি।মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৪ ডিগ্রি কম। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ। সর্বনিম্ন ৮১ শতাংশ।