Weather Forecast: দক্ষিণবঙ্গে (South Bengal) ফের বৃষ্টিপাতের (Rain) ভ্রূকুটি। হাওয়া অফিসের (Alipore Weather Department) খবর অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত আবহাওয়া শুষ্কই থাকবে। রবিবার অর্থাৎ ২০ ফেব্রুয়ারি থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উপকূলবর্তী এলাকাগুলি সহ সংলগ্ন জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
উপকূলের জেলাগুলি যেমন দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ,হুগলি, কলকাতাতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং ও কালিম্পং-এ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলেই আবহাওয়া দফতরের খবর। মোটের ওপর ২০ ফেব্রুয়ারি থেকে তারিখ থেকে হালকা -মাঝারি বৃষ্টি হবে সব জেলাতেই।
বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যার ফলে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া প্রবেশ করছে এ রাজ্যে। উত্তর-পশ্চিম দিক থেকে আগত শীতল হাওয়া ও জলীয় বাষ্পপূর্ণ হাওয়ার মিশ্রণ ঘটেই বৃষ্টিপাতের সম্ভাবনা।
রাতের তাপমাত্রা বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আজ আংশিক মেঘলা আকাশ সহ কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ ১৮ ডিগ্রি সেলসিয়াস।