সোমবার সপ্তাহের প্রথমদিন শুরু হল আকাশের মুখ ভার নিয়ে। সেইসঙ্গে বৃষ্টি। হাওয়া অফিস বলছে, নিম্নচাপ এবং ভরা কোটালের জোড়াফলায় আগামী কয়েকদিন বাংলায় ঘোর দুর্যোগের আশঙ্কা।
হাওয়া অফিস জানাচ্ছে, পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে থাকা সুস্পষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ওড়িশার দক্ষিণে এবং সংলগ্ন এলাকার ওপরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যা ক্রমশ পশ্চিম উত্তর-পশ্চিম দিকে ঘন্টায় ২৫ কিমি বেগে অগ্রসর হচ্ছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী ২৪ ঘন্টায় তা আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং ওড়িশার দক্ষিণে এবং ছত্তিশগড়ের দক্ষিণে অবস্থান করবে।
এর জেরেই দক্ষিণবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতিভারীর বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও হতে পারে ভারী বৃষ্টি।
সোমবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলের অংশে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
১৩ সেপ্টেম্বর মঙ্গলবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৫ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে।
উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের জন্য আবহাওয়া দফতরের তরফে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং হাওড়া জেলায়। কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে ওই জেলাগুলিতে।
আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, ভারী বৃষ্টির রেশ থেকে যেতে পারে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। বুধবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাগ এবং নদিয়া জেলার কোনও কোনও জায়গায়।
দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় মঙ্গলবার পর্যন্ত ঘন্টায় ৩৫-৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে ঘন্টায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যে কারণে মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার হিমালয়ের পাদদেশ সংলগ্ন ২ জেলা দার্জিলিং, কালিম্পং-এ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা। ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
মঙ্গলবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাকে বাদ দিয়ে সবকটি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গের কোথাও তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
এদিন তিলোত্তমার দিন শুরু হয়েছে বৃষ্টি দিয়েই। হাওয়া অফিস বলছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ মেঘলা থাকবে। সঙ্গে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সন্ধ্যায় বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। কলকাতায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এই আবহে তাপমাত্রা খানিকটা কমার সম্ভাবনা থাকলেও কোনওমতেই কমছে না আর্দ্রতাজনিত অস্বস্তি। জানা যাচ্ছে, ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টি হবে শহরে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি কম, রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ২ ডিগ্রি কম।