হাওয়া অফিস বলছে, এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জন্য উল্লেখযোগ্যভাবে সেরকম বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।
তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। বিশেষ করে ওপরের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৮ তারিখ অর্থাৎ বুধবারের পর উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে।
কলকাতার ক্ষেত্রেও এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই, বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তাপমাত্রা ও মোটামুটি একই রকম থাকবে। জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।
এদিকে এবারের পুজোয় বৃষ্টি হবে কিনা, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আম জনতা থেকে পুজো উদ্যোক্তাদের মনে।
আগে পুজোর মধ্যে বর্ষণের সম্ভাবনার কথা শুনিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু দিন যত এগিয়েছে তত বর্ষণের সম্ভাবনা ক্ষীণ হয়েছে। আপাতত পুজোর চার দিন বর্ষণের কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।