
চড়া রোদে ফের নাজেহাল দশা কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসীদের। এদিকে আবহাওয়ার খামখেয়ালিপনা ভাবিয়ে তুলেছে আবহাওয়াবিদদের।

আপাতত রাজ্যের পশ্চিমের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও, বাকি রাজ্যে তা নেই।

বৃহস্পতিবারের মধ্যে রাজ্য জুড়েই বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

হাওয়া অফিস বলছে আগামী তিন-চার দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বীরভূম-মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এদিন। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে। আগামী চার দিন উত্তরবঙ্গের সবকটি জেলার ক্ষেত্রেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।

এদিন কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। পাশাপাশি মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। দু'এক জায়গায় বৃষ্টির সাথে বজ্রবিদ্যুৎ-এর সতর্কতাও থাকছে।

এদিনও সন্ধের মধ্যে কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি, স্বাভাবিক বলছে হাওয়া অফিস। অন্যদিকে সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশি।

বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় এবং তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।

এদিকে পুজোর সময় আপাতত ঘূর্ণাবর্তের তেমন কোনও সম্ভাবনাও দেখতে পাচ্ছেন না আবহাওয়াবিদরা। যদিও সম্প্রতি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর একটি সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।