scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Bengal Rain Alert: ফের দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় বদল, সপ্তাহান্তে ভারী বৃষ্টি এই জেলাগুলিতে

 Bengal Rain Alert
  • 1/11

উত্তরবঙ্গে মৌসুমী অক্ষরেখার প্রভাবে দিনচারেক আগেই প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। কিন্তু কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জন্য সে রকম কোনও আশার কথা শোনা যায়নি।

Bengal Rain Alert
  • 2/11

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য  আর্দ্রতাজনিত অস্বস্তি ও ভ্যাপসা গরমে গলদঘর্ম দশারই পূর্বাভাস ছিল হাওয়া অফিসের। কম-বেশি সে রকমই রয়েছে মহানগরের আবহাওয়া। মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলছে।

Bengal Rain Alert
  • 3/11

তবে  বর্ষার বিদায়বেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে বঙ্গে। নেপথ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। 
 

Advertisement
Bengal Rain Alert
  • 4/11

যদিও উত্তরবঙ্গ  ও দক্ষিণবঙ্গের  কোথাও আপাতত ভারী বৃষ্টির  পূর্বাভাস নেই।

Bengal Rain Alert
  • 5/11

বুধবার উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে সবকটি জেলারও কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই।

Bengal Rain Alert
  • 6/11

বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে বিভিন্ন জায়গায় হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

Bengal Rain Alert
  • 7/11

দক্ষিণবঙ্গের  হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদের মতো জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়। সাধারণভাবে জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে।

Advertisement
Bengal Rain Alert
  • 8/11

কলকাতা ও সংলগ্ন  এলাকায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক।

Bengal Rain Alert
  • 9/11

এদিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত। যা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি করতে পারে। এই নিম্নচাপ তৈরি হলে আগামী শুক্রবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। 

Bengal Rain Alert
  • 10/11

ইতিমধ্যে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় আগামী শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। 
 

Bengal Rain Alert
  • 11/11

শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনাপুরে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে।
 

Advertisement