scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

WB Winter Forecast: অবশেষে কড়া ঠান্ডার পূর্বাভাস, বৃষ্টির সম্ভাবনাও কিছু জেলায়

Winter Forecast
  • 1/8

সোমবার তাপমাত্রা কমলেও মঙ্গলবারে ফের বাড়ল কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা। এই মুহূর্তে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। মঙ্গলবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। 

Winter Forecast
  • 2/8

তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস দিন দুয়েক পরে ফের তাপমাত্রা নিম্নগামী হবে।  আবহওয়া দফতর সূত্রে খবর।, আগামী কয়েক দিন কলকাতা সহ গোটা বাংলাতেই ভাল শীত থাকবে। উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
 

Winter Forecast
  • 3/8

হাওয়া অফিস বলছে, বুধবার থেকে দার্জিলিং,কালিম্পং-এর পার্বত্য এলাকা এবং সিকিমে বৃষ্টির আশঙ্কা রয়েছে। খুব হালকা বৃষ্টি দু-এক জায়গায় হতে পারে বলে অনুমান।
 

Advertisement
Winter Forecast
  • 4/8

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা রাজ্যের বিভিন্ন জায়গায় তাপমাত্রা একই রকম থাকবে। স্বাভাবিকের ওপরে বা স্বাভাবিক থাকবে তাপমাত্রা। রাতের তাপমাত্রারও পরিবর্তন হবে না।
 

Winter Forecast
  • 5/8


তবে বৃহস্পতিবারের থেকে  তাপমাত্রা ধীরে ধীরে নামতে থাকবে। আগামী ২০  তারিখের মধ্যে ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে নেমে যেতে পারে কলকাতার তাপমাত্রা।

Winter Forecast
  • 6/8

আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে তারপর থেকে ধীরে ধীরে আবহাওয়ার কিছু বদল ঘটবে। 

Winter Forecast
  • 7/8

ফলত ক্রিসমাসের আগেই  কলকাতা-সহ জেলায় জেলায় ফিরবে শীতের আমেজ। ১৫ থেকে ২০ তারিখের মধ্যে জেলাগুলিতে  ১২ ডিগ্রির নীচে নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। 
 

Advertisement
Winter Forecast
  • 8/8

নতুন বছর শুরুর আগেই জাঁকিয়ে শীতের একটা স্পেল রাজ্যের সর্বত্র আসতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

Advertisement