মঙ্গলবার, বুধবারের পর বৃহস্পতিবারও একই থাকল বাংলার আবহাওয়ার ধারা। আচমকাই শহর কলকাতার শীতের আমেজে ভাটা। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশি।
বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা জলীয় বাষ্পের জেরেই এই তাপমাত্রা বৃদ্ধি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।
তবে আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, সপ্তাহ শেষের আগেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে।
আলিপুর হাওয়া অফিস বলছে, জলীয়বাষ্পের প্রবেশ বেড়েছে বঙ্গোপসাগরে, এইজন্যে শহরে মেঘলা আকাশ ছিল, সেই কারণে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার থেকে কিছুটা বেড়ে গেছে। তবে হাওয়া অফিস এটাও আশ্বস্ত করছে, পরবর্তী দু-তিনদিনের মধ্যে বেড়ে যাওয়া তাপমাত্রা ফের স্বাভাবিক তাপমাত্রায় চলে আসবে।
এই কারণেই আগামী দু'দিন কলকাতার ক্ষেত্রে স্বাভাবিক থেকে দুই ডিগ্রি বেশি থাকবে তাপমাত্রা। এই মুহূর্তে কলকাতার ক্ষেত্রে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে পারদ নামার কোনও সম্ভাবনা নেই।
মৌসম ভবন জানিয়েছে, শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী ৫ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
এ রাজ্যে রাতের তাপমাত্রা অনেকটা বেড়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আপাতত শীতের আমেজ উধাও। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়ারও সেভাবে কোনও পরিবর্তন হবে না। তবে শুক্রবারের পর আগামী তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।