
হালকা শীতের আমেজ এখন রাজ্যজুড়ে। দিনভর মনোরম আবহাওয়া থাকলেও, ভোরের দিকে শিরশিরানি ভাব রয়েছে।

তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, শীতের আমেজ থাকলেও, কনকনে ঠান্ডা পড়তে এখনও ঢের দেরি। নভেম্বরের প্রথম দুই সপ্তাহের পর শীত অনুভূত হবে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে কোনরকম ওয়েদার সিস্টেম নেই। ফলে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে দুই জায়গাতেই আগামী ৪/৫ দিন শুষ্ক আবহাওয়া থাকবে।

দার্জিলিং ও কালিম্পং-এ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা সপ্তাহের শেষে। বাকি রাজ্যের আর কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।

মাঝেমধ্যে কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। তাপমাত্রারও তেমন কোন পরিবর্তন হবে না আগামী ৪-৫ দিন অর্থাৎ এখন যেটাই রয়েছে এটাই থাকবে। পাহাড় ও উপকূলের জেলাগুলিতে খানিক কুয়াশা থাকতে পারে।

কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা ৩১ ডিগ্রি কাছাকাছি থাকবে আর রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রির কাছাকাছি থাকবে। কলকাতা থেকে জেলাগুলিতে তাপমাত্রা একটু কম থাকবে।

কলকাতায় আজ, মঙ্গলবার সকালে পরিষ্কার আকাশ। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা।

আশা করা হচ্ছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে রীতিমতো শীত পড়বে রাজ্যে। তাপমাত্রার পারদ নামবে অনেকখানিই।

ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত শীত থাকবে। কলকাতার তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলেও মনে করছেন অনেক আবহাওয়াবিদ ।