scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Bengal Winter Forecast: আজ থেকে আরও নামবে পারদ, জাঁকিয়ে শীতের অপেক্ষা শেষ? থাকল লেটেস্ট আপডেট

Winter Forecast
  • 1/9

আকাশ কখনও মেঘলা, আবার কখনও পরিষ্কার। তাই তাপমাত্রারও হেরফের হচ্ছে সেই মোতাবেক। তবে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোরের দিকে এবং রাত নামলেই শীতের আমেজ বেশ ভাল টের পাওয়া যাচ্ছে। 
 

Winter Forecast
  • 2/9

ইতিমধ্যে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ঠান্ডার দাপট ভালই  টের পাওয়া যাচ্ছে। রাস্তার ধারে কাঠ জ্বালিয়ে আগুন পোহাতেও দেখা যাচ্ছে অনেককে। 
 

Winter Forecast
  • 3/9

নভেম্বরের তৃতীয় সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া তার আপডেট দিতে গিয়ে হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে আমাদের রাজ্যের জন্য তেমন কোনো ওয়েদার সিস্টেম নেই। ফলে  উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই শুষ্ক ও পরিষ্কার ওয়েদার থাকবে।

Advertisement
Winter Forecast
  • 4/9

আগামী দু-তিন দিন আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই কোন বঙ্গেই। 

Winter Forecast
  • 5/9

আপাতত রাতের তাপমাত্রা আগামী দু দিনে খুব একটা চেঞ্জ নেই। পরবর্তীতে দু-তিন দিনে প্রায় দু থেকে তিন ডিগ্রি মতো কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

Winter Forecast
  • 6/9

হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রির কাছাকাছি। রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। ২২ তারিখের পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। 

Winter Forecast
  • 7/9

 ফলত মঙ্গলবার থেকে শহরের তাপমাত্রা আরও কমতে শুরু করবে এবং রাতের তাপমাত্রা প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাবে।

Advertisement
Winter Forecast
  • 8/9

উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিন শুষ্ক ও পরিষ্কার ওয়েদার থাকবে। তাপমাত্রায় কোন পরিবর্তন নেই আগামী চার দিন। 

Winter Forecast
  • 9/9

হাওয়া অফিস জানাচ্ছে, এই মুহূর্তে বঙ্গোপসাগরে তামিলনাড়ুর কাছাকাছি একটা সিস্টেম রয়েছে তার জন্য আমাদের রাজ্যের উপর মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।
 

Advertisement