scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Winter Update: চলতি সপ্তাহে ৪ ডিগ্রি পর্যন্ত নামবে পারদ, শীতে কাঁপবে রাজ্যের এই জেলাগুলি

Winter Update
  • 1/10


নভেম্বরের শেষ সপ্তাহে গোটা বাংলায় শীতের ইনিংস শুরু হতে চলেছে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। 
 

Winter Update
  • 2/10

আকাশে আংশিক মেঘলা থাকার কারণে তাপমাত্রা খানিকটা বৃদ্ধি পেলেও শীতের আমেজ বজায় থাকবে। পাশাপাশি চলতি সপ্তাহেই  তাপমাত্রা বেশ খানিকটা কমতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
 

Winter Update
  • 3/10

ইতিমধ্যেই  দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শীতের আমেজ ভালোমতোই টের পাওয়া যাচ্ছে। ফলত আগামী চার-পাঁচ দিন পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপের কোনও প্রভাব নেই। আর সেই কারণেই  উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া  থাকবে।

Advertisement
Winter Update
  • 4/10

আপাতত কোথায় বৃষ্টির কোনও রকমের পূর্বাভাস নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
 

Winter Update
  • 5/10

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও তারপরে তাপমাত্রা কিছুটা কমবে। পরবর্তী কয়েকদিনে ২ থেকে ৩  ডিগ্রি তাপমাএা কমে যাওয়া সম্ভাবনা রয়েছে। 

Winter Update
  • 6/10

কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলের ক্ষেত্রে  আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রা ১৮ ডিগ্রির কাছাকাছি থাকবে। এর পরবতী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রা ১৭ ডিগ্রির কাছাকাছি থাকবে বলে মনে করা হচ্ছে। 
 

Winter Update
  • 7/10

রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা কম থাকবে। কিছু কিছু জায়গায় ৩ থেকে ৪ ডিগ্রি  পর্যন্ত পারদ পতন হতে পারে।
 

Advertisement
Winter Update
  • 8/10

হাওয়া অফিস জানিয়েছে,  কলকাতায় দিনের তাপমাত্রা ২৯ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। 

Winter Update
  • 9/10

উত্তরবঙ্গের ক্ষেত্রেও প্রধানত শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে। আগামী ৪-৫  দিন তাপমাএার তেমন কোন পরিবর্তন হবে না। কুয়াশা বা তুষারপাতের কোনো রকম সম্ভাবনা নেই। 

Winter Update
  • 10/10

 চলতি সপ্তাহে পারদ পতন হলেও  ঠান্ডা পুরোপুরিভাবে উপভোগ করতে  এখনও অপেক্ষা করতে হবে পশ্চিমবঙ্গের শীত-প্রেমী মানুষদের। রাজ্যে এখনও জাঁকিয়ে শীত পড়তে অনেক দেরি বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement