scorecardresearch
 
পশ্চিমবঙ্গ

Bengal Winter Forecast: কলকাতায় মরশুমের শীতলতম দিন আজ, সপ্তাহান্তে কনকনে ঠান্ডার পূর্বাভাস

Winter Forecast
  • 1/8

গত দুদিনে কলকাতার ন্যূনতম তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রির মতো হ্রাস পেয়েছে। এখনও পর্যন্ত কলকাতায় মরশুমের শীতলতম দিন ছিল বুধবার। সেই রেকর্ড ভাঙল বৃহস্পতিবার। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, স্বাভাবিকের ১ ডিগ্রি কম।

 

 

Winter Forecast
  • 2/8

উত্তুরে হাওয়ার প্রবেশপথ আরও প্রশস্ত হবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। ফলে চলতি সপ্তাহের শেষেই কনকনে ঠান্ডা পড়বে বলেই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। 

Winter Forecast
  • 3/8

কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের সর্বত্রই দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমার ইঙ্গিত মিলেছে। যদিও শীত থিতু হতে এখনও বেশ কিছুটা দেরি আছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 
 

Winter Forecast
  • 4/8

আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে, বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে ফের তাপমাত্রা কমতে পারে। অর্থাৎ এই সপ্তাহে জমিয়ে শীতের আমেজ অনুভূত হবে রাজ্য জুড়েই।
 

Winter Forecast
  • 5/8

সপ্তাহের শেষে রাজ্য জুড়ে শীতের আমেজ বাড়বে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এই জেলাগুলিতে শীতের প্রভাব বেশি থাকবে ৷
 

Winter Forecast
  • 6/8

হাওয়া অফিস বলছে, কোনও ওয়েদার সিস্টেম  নেই পশ্চিমবঙ্গের উপর। তার ফলে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ দুই জায়গাতেই  শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী পাঁচ দিন কোন বৃষ্টির সম্ভাবনা নেই। 

Winter Forecast
  • 7/8

রাতে তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না চার-পাঁচ দিনে। এখন যেরম চলছে সে রকমই চলবে। তবে পশ্চিমের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে তাপমাত্রা একটু কম রয়েছে,  সেই কারণে পশ্চিমে জেলাগুলিতে সকালের দিকে একটু শীতল আবহাওয়া থাকছে।
 

Winter Forecast
  • 8/8

কলকাতার ক্ষেত্রে  আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা এই মরশুমের সর্বনিম্ন। এদিন শহরে  সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে  ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।