scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Winter Forecast: চলতি সপ্তাহেই আরও কয়েক ডিগ্রি নামবে কলকাতার পারদ, জাঁকিয়ে শীত কবে থেকে?

Winter Forecast
  • 1/12

ডিসেম্বরের আগেই  ঠান্ডার আমেজ চেটেপুটে উপভোগ করতে শুরু করেছে বাঙালি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর থেকে দক্ষিণে, রাজ্যের সব জেলাতেই ক্রমেই নামছে পারদ। 

Winter Forecast
  • 2/12

হাওয়া অফিস আরও জানাচ্ছে, আগামী ৩ দিন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। তবে চলতি সপ্তাহেই কলকাতায় কয়েক ডিগ্রি নামতে পারে পারদ। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শীতের ঝোড়ো ব্যাটিং শুরু হবে। 
 

Winter Forecast
  • 3/12

রাজ্যের বাকি  জেলাগুলোতে আরও নেমে গেছে তাপমাত্রার পারদ। কোথাও কোথাও ছুঁয়েছে ১৩ ডিগ্রির ঘর। 
 

Advertisement
Winter Forecast
  • 4/12

 আলিপুর আবহাওয়া দফতর আশ্বস্ত করেছে  ডিসেম্বর মাস পড়তেই বাড়বে উত্তুরে হাওয়ার প্রভাব এবং জাঁকিয়ে পড়বে শীত।   

Winter Forecast
  • 5/12

আবহাওয়া দফতর জানিয়েছে এই মুহূর্তে রাজ্যের ওপর কোনও নিম্নচাপ অক্ষরেখা নেই। তবে  উত্তর-পশ্চিম দিক দিয়ে আশা হাওয়ায় এখনও পর্যন্ত খুব জোর নেই। সেই কারণেই আগামী ৩-৪ দিন তাপমাত্রায় কোন পরিবর্তন তেমন ভাবে হবে না।
                                 

Winter Forecast
  • 6/12

যেই ঠান্ডাটা এখন অনুভব হচ্ছে সেটাই থাকবে। তবে ডিসেম্বরের ২ তারিখ নাগাদ এক ডিগ্রি পারদ পতন  হওয়ার সম্ভাবনা থাকছে।

Winter Forecast
  • 7/12

বৃষ্টি আগামী ১০-১২ দিন হবে না। ফলে  এই সময় আলিপুর আবহাওয়া দফতর কৃষকদের আলুর বীজ  লাগাতে বলছে। কারণ যে ঠান্ডাটা আছে তাতে আলোর অঙ্কুর  উঠে যাবে।
 

Advertisement
Winter Forecast
  • 8/12

কলকাতার ক্ষেত্রে যতক্ষণ আর ২ থেকে ৩  ডিগ্রি পারদ পতন হচ্ছে না  ততক্ষণ দিনের বেলা গরম জামা  পরার মতন পরিস্থিতি হবে না।  তবে সকাল সন্ধ্যা শীতের আমেজ বহাল থাকবে আগামী কয়েক দিন। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশি। 

 

 

 
 

 

 

Winter Forecast
  • 9/12

উত্তরবঙ্গের ক্ষেত্রে ঠান্ডার আমেজ চলবে। সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এছাড়াো আগামী ৫ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না।

Winter Forecast
  • 10/12

দক্ষিণবঙ্গের আবহাওয়াও প্রায় একইরকম থাকতে চলেছে। আগামী ৫ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।
 

Winter Forecast
  • 11/12

কুয়াশা আমাদের রাজ্যে এই মুহূর্তে তেমন ভাবে নেই।  যেহেতু আমাদের রাজ্যে আর্দ্রতা সেরকম কিছু নেই। কেবল রাজ্যের পশ্চিমভাগে হালকা কুয়াশা আছে। ধান ক্ষেত বা যেখানে জল আছে, সেখানে ভোরের দিকে একটু কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে।  খুব ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে কোথাও নেই।
 

Advertisement
Winter Forecast
  • 12/12


হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা।

Advertisement