আজও বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছেন আজ বৃহস্পতিবার এবং আগামিকাল শুক্রবার সারা রাজ্যজুরেই হতে পারে ঝড়বৃষ্টি। সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়া।
মূলত পশ্চিমবঙ্গে ওপর থেকে পঞ্জাব পর্যন্ত একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের ওপর দিয়ে আরও একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। এরফলেই এই বৃষ্টি বলে জানাচ্ছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম।
অন্যদিকে হাওয়া অফিস জানাচ্ছে, ৮ তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টি বেশখানিকটা কমলেও ৯ তারিখ থেকে ফের তা শুরু হতে পারে। যার জেরে ৩৫ ডিগ্রির সেলসিয়াসের নিচেই থাকতে পারে শহর কলকাতার তাপমাত্রা।