scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Rain Alert In West Bengal : ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিও চলবে, এই স্বস্তি কতদিন? পূর্বাভাস

প্রতীকী ছবি
  • 1/8

পূর্বাভাস ছিলই, আর সেই মতোই আজ দক্ষিণবঙ্গের (South Bengal) বেশিরভাগ জেলায় দেখা গেল ঝড় বৃষ্টি। আগামিকাল দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায়। এরপর বুধবার থেকে দক্ষিণবঙ্গে ফের হবে আবহাওয়ার পরিবর্তন। বাড়বে তাপমাত্রা।

প্রতীকী ছবি
  • 2/8

হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। সব জেলাতেই হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও থাকছে। 

প্রতীকী ছবি
  • 3/8

মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের। বুধবারেও হালকা বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হবে। 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/8

বুধবার থেকে তাপমাত্রা বাড়বে ধীরে ধীরে। তবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে এখনই খুব বেশি তাপমাত্রা বাড়বে না। পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তাপমাত্রা শনিবার-রবিবারের মধ্যে ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। তবে এখনই তাপপ্রবাহ বা লু-এর নতুন করে কোনও আশঙ্কা নেই। 

প্রতীকী ছবি
  • 5/8

বুধবার থেকে পরপর দু'দিনে তাপমাত্রা ৩ ডিগ্রি মতো বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এক্ষেত্রে কলকাতাতেও (Kolkata) আকাশ থাকবে আংশিক মেঘলা। 

প্রতীকী ছবি
  • 6/8

বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবারও কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার সম্ভাবনা না থাকলেও ফের বৃহস্পতিবার বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে মহানগরীতে।

প্রতীকী ছবি
  • 7/8

আলিপুর আবহাওয়া দফতর বলছে, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। পাশাপাশি ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।

Advertisement
প্রতীকী ছবি
  • 8/8

উত্তরবঙ্গের (North Bengal) বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া। মূলত ঝাড়খন্ড সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তের জেরে সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। আর এই জলীয় বাষ্প থেকেই বজ্রগর্ভ মেঘ-বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে।

আরও পড়ুন - অর্পিতার বাড়িতে টাকা কীভাবে? পার্থ বললেন, 'খুঁজে দেখুন'

Advertisement