scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Kalipuja : কালীপুজোয় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় হবে একটানা বৃষ্টি? বড় UPDATE

কালীপুজোয় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় হবে একটানা  বৃষ্টি? বড় UPDATE
  • 1/10

দুর্গাপুজোর সময় নিম্নচাপের জেরে নাকাল হয়েছিল রাজ্যের মানুষ। দীপাবলি, কালীপুজোতেও ঘুর্ণিঝড়ের ভ্রুকুটি। ফলে আশঙ্কার কালো মেঘ  সাধারণ মানুষের মনে। 

কালীপুজোয় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় হবে একটানা  বৃষ্টি? বড় UPDATE
  • 2/10

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে সপ্তাহ শেষে। 

কালীপুজোয় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় হবে একটানা  বৃষ্টি? বড় UPDATE
  • 3/10

তবে সেই ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়বে তা এখনও জানা যায়নি। কিন্তু, আবহাওয়া অফিস সূত্রে খবর, আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত কাল নিম্মচাপে পরিণত হবে। 

Advertisement
কালীপুজোয় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় হবে একটানা  বৃষ্টি? বড় UPDATE
  • 4/10

আর তার জেরে এই রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে। হবে বৃষ্টিও। 

কালীপুজোয় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় হবে একটানা  বৃষ্টি? বড় UPDATE
  • 5/10

আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার এই নিম্নচাপ ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। এরপর কাল বৃহস্পতিবার সুস্পষ্ট নিম্নচাপ এবং শনিবার গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। 

কালীপুজোয় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় হবে একটানা  বৃষ্টি? বড় UPDATE
  • 6/10

পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এই সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে অনুমান।  

কালীপুজোয় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় হবে একটানা  বৃষ্টি? বড় UPDATE
  • 7/10

 হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার এটি আরও গভীর হবে। যার জেরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দুই মেদিনীপুর, দুই পরগনায় বৃষ্টি পূর্বাভাস রয়েছে। 

Advertisement
কালীপুজোয় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় হবে একটানা  বৃষ্টি? বড় UPDATE
  • 8/10

আবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও। আর সেই বৃষ্টি হতে পারে এক নাগাড়ে। 

কালীপুজোয় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় হবে একটানা  বৃষ্টি? বড় UPDATE
  • 9/10

হাওয়া অফিসের তরফে এদিন জানানো হয়, ২৩ তারিখ থেকে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যারা গিয়েছেন তারা যেন ২২ তারিখের মধ্যে ফিরে আসেন। 

কালীপুজোয় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় হবে একটানা  বৃষ্টি? বড় UPDATE
  • 10/10

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে ঘূর্ণিবর্ত তৈরি হতে পারে। সেদিকে খেয়াল রাখা হচ্ছে। তবে আগামী সপ্তাহে বৃষ্টি হতে পারে।  

Advertisement