আগামী ২৪-২৫ মার্চ রাজ্যে দোল-হোলি পালিত হবে। আর এই সময়েই রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। ভিজতে পারে একাধিক জেলা। আসুন এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
IMD-র পূর্বাভাস অনুযায়ী, উত্তর পশ্চিম ও পশ্চিম হিমালয় সংলগ্ন এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। রাজস্থান সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত।
দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টির পূর্বাভাস নেই। তবে আগামিকাল, রবিবার বৃষ্টি হতে পারে রাজ্যের ৩ জেলায়- বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া।
আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী, মঙ্গলবার কলকাতা সহ বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার উত্তরবঙ্গের জেলাগুলি, অর্থাৎ আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
২৫ মার্চ সোমবার, দোলের দিন, আলিপুরদুয়ার,দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
বৃষ্টির ফলে হত ৩ দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা কমেছে। রাতের দিকে অনেকেই ফ্যান বন্ধ রাখছেন। এই শীত-শীত ভাব কিছুটা কাটতে পারে। আগামী ৩ দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা এক ধাক্কায় কয়েক ডিগ্রি বৃদ্ধি পেতে পারে।