scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

West Bengal Weather: ষষ্ঠীতেও দিনভর ভারী বৃষ্টি, কোন জেলায়-কখন; পূর্বাভাস

ষষ্ঠী-সপ্তমীর আবহাওয়ার পূর্বাভাস
  • 1/8

কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হোক বা না হোক, বৃষ্টির আতঙ্ক পিছু ধাওয়া করে বেড়াচ্ছে। তাতে ইন্ধন যোগাচ্ছে আবহাওয়া দফতরের পূর্বাভাস।

ষষ্ঠী-সপ্তমীর আবহাওয়ার পূর্বাভাস
  • 2/8

আবহাওয়ার পূর্বাভাসে ষষ্ঠী-সপ্তমীতেও  একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত এদিন কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহবিদরা। 

ষষ্ঠী-সপ্তমীর আবহাওয়ার পূর্বাভাস
  • 3/8

আবহাওয়া দফতর সূত্রের খবর, ষষ্ঠীতে বৃষ্টি হবে দফায় দফায়। কখনও এখানে, কখনও অন্য জায়গায়। তুমুল বা হলেও তা পূর্ব পরিকল্পনা ভেস্তে দেওয়ার জন্য় যথেষ্ট। তার জেরেই অষ্টমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 

Advertisement
ষষ্ঠী-সপ্তমীর আবহাওয়ার পূর্বাভাস
  • 4/8

ষষ্ঠীতে সমুদ্র উপকূলবর্তী জেলাগুলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি, উত্তর চব্বিশ পরগণাতেও ভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাস। সপ্তমী থেকে বাড়বে বৃষ্টি।

ষষ্ঠী-সপ্তমীর আবহাওয়ার পূর্বাভাস
  • 5/8

বৃষ্টির হতে পারে উত্তরবঙ্গেও। ষষ্ঠীর দিন সকাল থেকেই রোদ আর কালো মেঘের লুকোচুরি চলছে। যা বেলার দিকে আকাশ ভেঙে বৃষ্টি নামাতে পারে। অষ্টমী থেকে দশমী উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

ষষ্ঠী-সপ্তমীর আবহাওয়ার পূর্বাভাস
  • 6/8

বিশেষ করে দশমীতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্য জেলাগুলিতে কম-বেশি বৃষ্টি হতে পারে।

ষষ্ঠী-সপ্তমীর আবহাওয়ার পূর্বাভাস
  • 7/8

এমনিতেই এ বছর উত্তর ও দক্ষিণবঙ্গে অসময়ে বৃষ্টি হয়েছে। ফের পুজোতেও পিছু ছাড়ছে না বৃষ্টি। ফলে মন খারাপ রাজ্যবাসীর। তাই যে যখন পারছেন প্রতিমা দর্শনে বেরিয়ে পড়ছেন।

 

Advertisement
ষষ্ঠী-সপ্তমীর আবহাওয়ার পূর্বাভাস
  • 8/8

উত্তর থেকে দক্ষিণ আপাতত বৃষ্টির আশঙ্কা মাথায় নিয়েই ঘুরে বেড়াতে হবে। তাই উপায় হিসেবে একমাত্র সঙ্গে ছাতা রাখার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।

Advertisement