scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Update: আবার বৃষ্টি নাকি জাঁকিয়ে শীত? জেনে নিন আবহাওয়ার আপডেট

বেড়েছে তাপমাত্রা
  • 1/10

জানুয়ারির শেষ থেকেই বেড়েছে তাপমাত্রা। বৃষ্টির জেরে গত কয়েকদিনে কনকনে শীতের আমেজ কেটেছে বেশিরভাহ জেলায়। শনিবারও পারদ ছিল উপরের দিকেই। রবিবার পরিস্থিতি কেমন থাকবে?

সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি
  • 2/10

শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।

বিশেষ হেরফের হবে না
  • 3/10

আবহাওয়াবিদদের মতে, রবিবারেও পরিস্থিতির বিশেষ হেরফের হবে না। 

Advertisement
ঘন কুয়াশা
  • 4/10

সকাল থেকে ঘন কুয়াশা থাকবে গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে। কলকাতাও মোড়া থাকবে ঘন কুয়াশার চাদরে। 

ঠান্ডার ভাবও কমতে পারে
  • 5/10

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমবে কুয়াশা। সেই সঙ্গে ঠান্ডার ভাবও কমতে পারে।

 বৃষ্টিপাতের সম্ভাবনা নেই
  • 6/10

কিন্তু এরই মধ্যে প্রশ্ন উঠছে, কলকাতায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে? আবহাওয়াবিদরা বলছেন, আপাতত কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 

কমারও সম্ভাবনা নেই
  • 7/10

কিন্তু ফের রাতারাতি তাপমাত্রা কমারও সম্ভাবনা নেই। ফলে আপাতত কনকনে ঠান্ডা উপভোগ করতে পারবেন না দক্ষিণবঙ্গবাসী। 

Advertisement
রাতারাতি পারদ কমার সম্ভাবনা নেই
  • 8/10

উত্তরবঙ্গেও পরিস্থিতি অনেকটা একইরকম। উঁচু এলাকাগুলিতে ঠান্ডা থাকলেও রাতারাতি পারদ কমার সম্ভাবনা নেই।

বৃষ্টিপাতের সম্ভাবনা
  • 9/10

তবে একাধিক জেলায় ঘন কুয়াশা থাকছে। সেই সঙ্গে দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

 দার্জিলিং ও কালিম্পং
  • 10/10

তবে আপাতত দার্জিলিং ও কালিম্পং-এ তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলে উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে। 

Advertisement