আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, আন্দামান সাগরে যে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে তা আজই নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা।
ফলে অষ্টমীতে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হতে পারে হালকা বৃষ্টি। পাশাপাশি আকাশ আংশিক মেঘলা থাকার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতায়। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি।
নবমীতে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমান বাড়বে। এছাড়া অন্যান্য জেলাগুলিতেও হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। ১৫ তারিখ, অর্থাৎ দশমীতে বৃষ্টির পরিমান আরও বাড়ার আশঙ্কা।
এদিকে উত্তরবঙ্গবাসীর (North Bengal) জন্য অবশ্য সুখবর রয়েছে। ১৫ তারিখ, অর্থাৎ দশমী পর্যন্ত পর্যন্ত উত্তরবঙ্গে তেমন কোনও বৃষ্টির পূর্বাভাস নেই।