প্রবল দাবদহে পুড়ছে রাজ্য। এখনই পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। অন্তত আবহাওয়া দফতরের পূর্বাভাসে তেমনটাই জানা গিয়েছে। তবে তাপপ্রবাহের পরিস্থিতির উন্নতি হতে পারে বলে সুখবর দিল হাওয়া অফিস।
২১ এপ্রিল শুক্রবার পর্যন্ত রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া অফিস। তারা জানাল,দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহ চলবে।
দক্ষিণবঙ্গের ৮ জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। দক্ষিণবঙ্গে আরও ৪ দিন গরম হাওয়া বইবে।
উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুরে তাপপ্রবাহ চলবে। তবে উত্তরবঙ্গে তাপপ্রবাহ চলবে আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত।
উত্তরবঙ্গের এক জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ১৮ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ থাকবে।
পার্বত্য জেলা ছাড়া বাকি জেলাগুলিতে গরম ও শুষ্ক হওয়া বইবে । পার্বত্য এলাকায় ২০ এপ্রিল থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।
২২ এপ্রিল, শনিবার থেকে আবহাওয়ার বদল হবে দক্ষিণবঙ্গে। তাপপ্রবাহ পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে।
গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা দমদমে ৪১.২ ডিগ্রি, ডায়মন্ড হারবারে ৩৮.৬ ডিগ্রি, দিঘায় ৩৮ ডিগ্রি এবং কৃষ্ণনগরে ৪০.৮ ডিগ্রি, শ্রীনিকেতনে ৪২.৩ ডিগ্রি, ক্যানিং ৪০.৬ ডিগ্রি, মগরা ৪০.৬ ডিগ্রি এবং বালুরঘাট ৪০ ডিগ্রি সেলসিয়াস। ২১ এপ্রিল পর্যন্ত এই পরিস্থিতি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।