scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Bengal Weather Update: শেষবেলায় শীত, গরম ফিরছে এই দিন থেকে, জানাল হাওয়া অফিস

West Bengal Weather Forecast
  • 1/9

শেষবেলায় ঠান্ডার সেই কনকনে ভাব নেই। তবে ঠান্ডা বাতাস বইছে রাজ্যে। ফলে রাতের দিকে বেশ ভালোই শীত লাগছে। আপাতত এই পরিস্থিতি থাকবে বলে জানাল হাওয়া অফিস। 

West Bengal Weather Forecast
  • 2/9

জানুয়ারির শুরুতেই রাজ্যে কনকনে শীতের দেখা মিলেছিল। শেষবেলাতেও শীতের কামড়। আবহাওয়া দফতর জানাল, বর্তমানে রাজ্যে হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া। তার ফলে কমছে তাপমাত্রা।  

West Bengal Weather Forecast
  • 3/9

দু থেকে তিন দিনের মধ্যে ৫ ডিগ্রি সেলসিয়াস কমেছে তাপমাত্রা। উত্তুরে হাওয়া আপাতত কয়েকদিন বইতে থাকবে। 

Advertisement
West Bengal Weather Forecast
  • 4/9

সোমবার পর্যন্ত তিন দিন তাপমাত্রা একই রকম থাকবে। তাপমাত্রা ঘোরাফেরা করবে ১১ থেকে ১২ ডিগ্রি মধ্যে।

West Bengal Weather Forecast
  • 5/9

মঙ্গলবার থেকে তাপমাত্রার বৃদ্ধি হবে। রাতের তাপমাত্রা বেড়ে ১৮ থেকে ১৯ ডিগ্রি কাছাকাছি চলে যেতে পারে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত তা চলবে।

West Bengal Weather Forecast
  • 6/9

 শুক্র ও শনিবার কমবে তাপমাত্রা। এটাই ঠান্ডার শেষ ইনিংস। এই মুহূর্তে স্বাভাবিক তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াসের নীচে। মঙ্গলবারের পর থেকে এর নীচে নামবে না। বলা যায় ঠান্ডা বিদায় নিচ্ছে।  

West Bengal Weather Forecast
  • 7/9

কেন পারদের এই ওঠানামা? জানা গিয়েছে,বাংলার পশ্চিম দিকে উত্তরপ্রদেশের কাছে পশ্চিমি ঝঞ্ঝার অবস্থানের কারণে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়েছিল। সেটা কাটতেই স্বাভাবিক হয়েছে উত্তুরে হাওয়ার চলাচল। 

Advertisement
West Bengal Weather Forecast
  • 8/9

সিকিম আর দার্জিলিং এই দুই জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আর অন্যান্য জেলায় আগামী পাঁচ দিন পরিষ্কার ও শুষ্ক আকাশ।

West Bengal Weather Forecast
  • 9/9

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা হয়েছে হয়েছে ১৪.৭।  যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। 

Advertisement