scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

বিজেপি নেত্রীর ব্যাগে লক্ষাধিক মূল্যের কোকেন, কেন্দ্রীয় সুরক্ষা নিয়েই মাদক-যোগ

Pamela Goswami arrested
  • 1/7

মাদক-যোগের জালে জড়ালেন বিজেপি-র যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামী। কয়েক লক্ষ টাকার কোকেন উদ্ধার হয়েছে তাঁর গাড়ি থেকে। পামেলার কাছ থেকে উদ্ধার হয়েছে ১০০ গ্রাম কোকেন। পুলিশ জানিয়েছে, ওই মাদকের বাজারদর প্রায় কয়েক লক্ষ টাকা।
 

Pamela Goswami arrested
  • 2/7

শুক্রবার বিকেলে পামেলাকে কলকাতার নিউ আলিপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। গাড়িতে ছিলেন আরেক বিজেপি নেতা প্রবীর কুমার দে। 

Pamela Goswami arrested
  • 3/7

পদ্ম শিবিরের এই নেতা ও নেত্রী যে মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত তা আগেই খবর পেয়েছিল পুলিশ। সকাল থেকেই বিজেপি নেত্রীর উপর নজর রেখেছিলেন তদন্তকারীরা।  বহুদিন ধরেই পামেলার গতিবিধির উপর নজর রাখছিল নার্কোটিক্স বিভাগ।

Advertisement
Pamela Goswami arrested
  • 4/7

শুক্রবার সকালে নিউ আলিপুরে তাঁর গাড়ি থেকে ১০০ গ্রাম কোকেন বাজেয়াপ্ত করে পুলিশ। তাঁর সঙ্গীর কাছেও মাদক ছিল বলে জানিয়েছে পুলিশ। 
 

Pamela Goswami arrested
  • 5/7

পুলিশের দাবি, সূত্র মারফত আগে থেকেই তাদের কাছে এই মাদক পাচারে চক্রের কিছু তথ্য হাতে এসেছিল। গোপন সূত্রে পাওয়া সেই তথ্যের ওপর ভিত্তি করেই শুক্রবার ওই এলাকায় আগে থেকে ফাঁদ পেতে অপেক্ষা করছিল আলিপুর থানার পুলিশ। 

Pamela Goswami arrested
  • 6/7

বিজেপির যুবমোর্চার পর্যবেক্ষক ও হুগলি জেলার সাধারণ সম্পাদক হওয়ার সুবাদে কেন্দ্রীয় সুরক্ষা পান পামেলা গোস্বামী। 

Pamela Goswami arrested
  • 7/7

এদিন তাঁর সঙ্গে এক কেন্দ্রীয় জওয়ান ছিলেন নিরাপত্তারক্ষী হিসেবে। এই ঘটনায় ভোটের মুখে বেজায় অস্বস্তিতে গেরুয়া শিবির।

Advertisement