scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Winter Forecast In West Bengal : আপাতত স্বাভাবিকের চেয়ে ওপরেই রাতের তাপমাত্র, ফের কবে নামবে পারদ?

প্রতীকী ছবি
  • 1/7

ঘূর্ণিঝড় মান্দাসের (Cyclone Mandous) জেরে বেড়েছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, আপাতত ৩-৪ দিন স্বাভাবিকের চেয়ে কমবেশি ৩ ডিগ্রি ওপরেই থাকবে রাতের তাপমাত্রা।

প্রতীকী ছবি
  • 2/7

আজ সোমবার কলকাতা-সহ সংলগ্ন এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। 

প্রতীকী ছবি
  • 3/7

১৬ তারিখের পর থেকে তাপমাত্রা আবারও নামতে পারে বলে মনে করা হচ্ছে। 

আরও পড়ুন - বাবা-মায়ের থাকলেও আপনার ধারেকাছে ঘেঁসবে না ডায়াবেটিস, মেনে চলুন ৫ নিয়ম

Advertisement
প্রতীকী ছবি
  • 4/7

এর কারণ হিসেবে হাওয়া অফিস জানাচ্ছে, উত্তুরে হাওয়ার প্রবেশ কমে গিয়েছে, সঙ্গে বঙ্গোপসাগরে ঢুকছে প্রচুর পরিমান জলীয় বাষ্প। 

প্রতীকী ছবি
  • 5/7

আলিপুর আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, আপাতত ৪-৫ দিন কোনও ওয়েদার সিস্টেম নেই। ফলে শুষ্ক ও পরিচ্ছন্নই থাকবে আবহাওয়া।

প্রতীকী ছবি
  • 6/7

অন্যদিকে উত্তরবঙ্গেও পরিস্থিতি কার্যত একইরকম। সেখানেও আগামী ৪-৫ দিন তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন দেখা যাবে না। 

প্রতীকী ছবি
  • 7/7

একইসঙ্গে ঘন কুয়াশা বা তুষারপাতেরও (Snow Fall) কোনও সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 

Advertisement