মন্ত্রিসভায় রদবদলের ঘোষণা করা হয়েছিল আগেই। সেই মতো বুধবার রাজ্য মন্ত্রিসভায় করা হল বড়সড় রদবদল। মোট ৯ জন মন্ত্রী এদিন শপথ নেন। তার মধ্যে ৮ জন-ই নতুন মুখ।
এদিন শপথ নিয়েছেন বাবুল সুপ্রিয়, স্নেহাশিস চক্রবর্তী, পার্থ ভৌমিক, উদয়ন গুহ, প্রদীর মজুমদার, বিপ্লব রায় চৌধুরী, তাজমুল হোসেন, সত্যজিত্ বর্মণ ও বীরবাহা হাঁসদা। এদের মধ্যে বীরবাহা হাঁসদা ছাড়া প্রত্যেকেই মন্ত্রীসভায় নতুন।
নতুনদের মধ্যে পূর্ণমন্ত্রী হলেন, বাবুল সুপ্রিয়, পার্থ ভৌমিক, স্নেহাশিস চক্রবর্তী, উদয়ন গুহ এবং প্রদীপ মজুমদার। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন বীরবাহা হাঁসদা এবং বিপ্লব রায়চৗধুরী।
এদের মধ্যে বীরবাহা হাঁসদা প্রতিমন্ত্রী থেকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হলেন। এছাড়া প্রতিমন্ত্রী হয়েছেন, সত্যজিত্ বর্মন এবং তাজমুল হোসেন।
শপথগ্রহণের সময় উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রত্যেককে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল লা গণেশন (La Ganeshan)।
আরও পড়ুন - যৌবন থমকে যাবে-টাকও পড়বে না শিয়া বাটার ব্যবহারে, কী সেটি?
পর্যটন দফতরের দায়িত্ব পেলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। এতদিন পর্যটন দফতরের দায়িত্বে ছিলেন ইন্দ্রনীল সেন। তিনি পেলেন টেকনিক্যাল এডুকেশন দফতর। সেচ ও জলসম্পদ দফতরের মন্ত্রী হলেন পার্থ ভৌমিক। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হলেন উদয়ন গুহ। পরিবহণ দফতর গেল স্নেহাশিস চক্রবর্তীর হাতে। এতদিন এই দফতর সামলাতেন ফিরহাদ হাকিম। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের দায়িত্ব পেলেন প্রদীপ মজুমদার। মৎস্য দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হলেন বিপ্লব রায়চৌধুরী। ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বস্ত্র দফতরের রাষ্ট্রমন্ত্রী হলেন তাজমুল হোসেন। আর শিক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী হলেন সত্যজিৎ বর্মন। এতদিন এই পদে ছিলেন পরেশ অধিকারী।