scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

West Bengal Thunderstorm Warning : আজও দুই বঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস, আর কতদিন চলবে?

প্রতীকী ছবি
  • 1/7

রাজ্যে বৃষ্টির পূর্বাভাস জারি। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, গত কয়েকদিনের মতো আজও দুই বঙ্গে হতে পারে ঝড়বৃষ্টি। 

প্রতীকী ছবি
  • 2/7

হাওয়া অফিস বলছে, আজ শনিবার উত্তরবঙ্গের (North Bengal) ওপরের দিকের ৫ জেলা অর্থাৎ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। 

প্রতীকী ছবি
  • 3/7

এছাড়া বাকি জায়গাগুলিতেও বজ্রবিজ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/7

অন্যদিকে দক্ষিণবঙ্গেও (South Bengal) ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকছে। তবে তার পরিমান গতকালের চেয়ে কম থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। 

প্রতীকী ছবি
  • 5/7

আজ আংশিক মেঘলা আকাশ থাকার পাশাপাশি ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে শহর কলকাতাতেও। তবে এরপর আগামিকাল থেকে ঝড়বৃষ্টির পরিমান দক্ষিণবঙ্গে অনেকটাই কমে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রতীকী ছবি
  • 6/7

প্রসঙ্গত, এর আগে ২৩ থেকে ২৭ মে পর্যন্তই রাজ্যে লাগাতার ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। 

আরও পড়ুন - NTPC-তে প্রচুর শূন্যপদ, বেতন মাসে ১ লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত

প্রতীকী ছবি
  • 7/7

অন্যদিকে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। তবে এরপর থেকে ধীরে ধীরে তা বাড়তে শুরু করবে। 

Advertisement