scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

West Bengal Weather Forecast: শক্তি হারিয়েছে অশনি, বাংলায় বৃষ্টির পূর্বাভাস, কাল থেকে বাড়বে তাপমাত্রা

শক্তি হারিয়েছে অশনি
  • 1/8

Bengal Weather Update: শক্তি হারিয়েছে অশনি। আজই গভীর নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড়টি। ফলে এ যাত্রায় ঘূর্ণিঝড়ের কেবল থেকে নিস্তার পাওয়া গেল বলেই আশা করা হচ্ছে।
 

তবে গভীর নিম্নচাপের কারণে বৃষ্টি থাকবে
  • 2/8

তবে গভীর নিম্নচাপের কারণে বৃষ্টি থাকবে। আগামী ১৩ তারিখ পর্যন্ত হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
 

বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও
  • 3/8

বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও। মূলত, পাঁচটি জেলায় ১১ থেকে ১৫ মে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

Advertisement
আগামী ১৩ ও ১৪ তারিখ আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা
  • 4/8

আগামী ১৩ ও ১৪ তারিখ আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা।
 

দক্ষিণবঙ্গে আজ তাপমাত্রার বিশেষ কিছু পরিবর্তন নেই
  • 5/8

দক্ষিণবঙ্গে আজ তাপমাত্রার বিশেষ কিছু পরিবর্তন নেই। তবে আগামী দু-তিনদিনে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বাড়বে।
 

আন্দামান সাগরের কাছে অশনির উৎপত্তি হয় বঙ্গোপসাগরে
  • 6/8

আন্দামান সাগরের কাছে অশনির উৎপত্তি হয় বঙ্গোপসাগরে। তা ঘূর্ণিঝড়ে পরিণত হলেও বাংলা, ওড়িশা, অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া বইতে দেখা যায়, এছাড়া আর কোনও প্রভাব দেখা যায়নি। এই মুহূর্তে শক্তি হারিয়েছে অশনি। 
 

বুধবার সকালে উত্তর-পূর্ব অভিমুখে বাঁক নেয় অশনি
  • 7/8

বুধবার সকালে উত্তর-পূর্ব অভিমুখে বাঁক নেয় অশনি। সন্ধেয় তা অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছয়। 
 

Advertisement
দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা করে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়
  • 8/8

দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা করে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি ছাড়া তেমন ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই।
 

Advertisement