Bengal Weather Update: শক্তি হারিয়েছে অশনি। আজই গভীর নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড়টি। ফলে এ যাত্রায় ঘূর্ণিঝড়ের কেবল থেকে নিস্তার পাওয়া গেল বলেই আশা করা হচ্ছে।
তবে গভীর নিম্নচাপের কারণে বৃষ্টি থাকবে। আগামী ১৩ তারিখ পর্যন্ত হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও। মূলত, পাঁচটি জেলায় ১১ থেকে ১৫ মে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে আজ তাপমাত্রার বিশেষ কিছু পরিবর্তন নেই। তবে আগামী দু-তিনদিনে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বাড়বে।
আন্দামান সাগরের কাছে অশনির উৎপত্তি হয় বঙ্গোপসাগরে। তা ঘূর্ণিঝড়ে পরিণত হলেও বাংলা, ওড়িশা, অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া বইতে দেখা যায়, এছাড়া আর কোনও প্রভাব দেখা যায়নি। এই মুহূর্তে শক্তি হারিয়েছে অশনি।