রাজ্যে জাঁকিয়ে ঠান্ডার দেখা নেই এখনও পর্যন্ত। ঠান্ডার ওঠানামা লেগেই চলেছে। এরপর আবার বৃষ্টির ভ্রূকুটি।
পশ্চিমী ঝঞ্ঝার জেরে পারদ বেশ খানিকটাই বেড়েছে। আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আাগামী সপ্তাহ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস এও জানিয়েছে, আগামী ১০ জানুয়ারি পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে। ১১ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা।
বৃষ্টি কোথায় কোথায় হবে? দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। তবে খুব হালকা বৃষ্টি হবে বলেই অনুমান।
১২ থেকে ১৫ পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে ১২ থেকে ১৪ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
১১ তারিখ ঝাড়খণ্ড লাগোয়া এলাকায় বৃষ্টি শুরু হবে। উত্তরবঙ্গের দু' এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।