scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Forecast: রাজ্যের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় স্বাভাবিকের চার ডিগ্রি ওপরে তাপমাত্রা

Weather Forecast
  • 1/7

ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ তথা ফাল্গুনের শুরুতেই গরম যেভাবে চোখ রাঙাচ্ছে তাতে প্রকৃত গ্রীষ্মকালে পারদ যে কত উঁচুতে উঠবে তা ভাবলেই এখন থেকে ভয় ধরছে। 

Weather Forecast
  • 2/7

ফেব্রুয়ারিতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাবে ৩২ ডিগ্রি সেলসিয়াসে। এমনটাই বলছে আলিপুর হাওয়া অফিস। 
 

Weather Forecast
  • 3/7

মঙ্গলবার  কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের থেকে বেশি। পরিস্থিতি বদলায়নি বুধবারও। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৪ ডিগ্রি বেশি।

 

 

 

Advertisement
Weather Forecast
  • 4/7

হাওয়া অফিস বলছে, আগামী ৫ দিন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোন বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

Weather Forecast
  • 5/7

উত্তরবঙ্গের ক্ষেত্রে  হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি , কালিম্পং,  আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকাবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তবে দিনের তাপমাত্রা তুলনামূলকভাবে বৃদ্ধি পাবে।

Weather Forecast
  • 6/7

আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, দখিনা বাতাসের জন্য প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। যার ফলে আকাশ থাকছে আংশিক মেঘলা। সে কারণেই বাড়ছে রাতের তাপমাত্রা। একই সঙ্গে দিনের তাপমাত্রা বাড়ছে। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ উপকূল ও বাংলাদেশ লাগুয়া জেলাগুলিতে। জলীয় বাষ্প ঢুকলেও দক্ষিণবঙ্গে কোনরকম বৃষ্টির সম্ভাবনা নেই।
 

Weather Forecast
  • 7/7

কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশ থাকবে। জলীয় বাষ্প বেশি থাকায়  আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে বেশ কিছু জেলায়। তবে সকালে ও রাতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মনোরম পরিবেশ থাকবে। 

Advertisement