scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weekly Weather Report: তাপপ্রবাহের সতর্কতা, দক্ষিণবঙ্গে তাপমাত্রা ছুঁতে পারে ৪৫ ডিগ্রি, ১ বৈশাখের আগে বৃষ্টি হবে?

Weather Report
  • 1/8

চৈত্র মাসেই তাপমাত্রার পারা চড়েই যাচ্ছে। গায়ে যেন ছ্যাঁকা দিচ্ছে রোদ। এপ্রিল মাসেই রেকর্ড গরম। সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ছুঁই ছুঁই।
 

Weather Report
  • 2/8

গত সাত বছরের মধ্যেই এটাই উষ্ণতম এপ্রিল, জানাচ্ছেন আবাহওয়াবিদরা। ২০১৬ সালের পর এখনও পর্যন্ত চলতি এপ্রিল মাস সবথেকে উষ্ণ। 

Weather Report
  • 3/8


হাওয়া অফিস বলছে আগামী ৪/৫ দিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে। 
 

Advertisement
Weather Report
  • 4/8

কলকাতার ক্ষেত্রে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে। আগামী ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। কলকাতার পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি।
 

Weather Report
  • 5/8

দক্ষিণবঙ্গের একাধিক জেলা বিষ্ণুপুর, বাঁকুড়া, আসানসোল, বোলপুর,মুর্শিদাবাদের তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রির আশেপাশে পৌঁছে গিয়েছে। ১১ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। বাংলায় ছয় থেকে সাতটি জেলার তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।
 

Weather Report
  • 6/8

তবে সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে।

 
 

 

 

Weather Report
  • 7/8

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা সামগ্রিকভাবে বৃদ্ধি পাবে। কিছু জেলায় তাপপ্রবাহের আশঙ্কা। দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে।  ১১ এপ্রিল উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।

Advertisement
Weather Report
  • 8/8

হাওয়া অফিস জানাচ্ছে,  তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে। আগামী চার  দিনে ৩ থেকে ৪  ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।  আগামী ১৫ এপ্রিল পর্যন্ত রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। আপাতত কালবৈশাখী বা নতুন কোনও সিস্টেমের পূর্বাভাসও দিতে পাচ্ছে না হাওয়া অফিস। 

Advertisement