বিগত কয়েকদিন ধরেই রৌদ্রজ্বল দিন ৷ ভেজা আবহাওয়া থেকেও স্বস্তি মিলেছে ৷ তাপমাত্রা চড়ার কারণে, গরম অনুভূত হচ্ছে ৷
শনিবার শহরের আকাশ আংশিক মেঘলা ছিল ৷ তবে রবিবার থেকে আবহাওয়া বড় পরিবর্তন ঘটতে চলেছে। আগামী সপ্তাহ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে
নতুন সপ্তাহে ফের ঝড়-বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস বলছে, এই মুহূর্তে উত্তর-পূর্ব রাজস্থান থেকে দক্ষিণ অসম পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। যার ফলে আজ অর্থাৎ রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সঙ্গে ঝোড়ো হাওয়া।
চৈত্রের শুরু থেকেই চলতি মরশুমে কালবৈশাখী শুরু হয়েছে রাজ্যে । আপাতত দু’দিনের গরমের পরে আবারও ঝড়বৃষ্টি ফিরবে । ইতিমধ্যে জলীয় বাষ্প ভরা বাতাসে প্রবেশ করতে শুরু করেছে ।
হাওয়া অফিস বলছে, আগামী দু’তিন দিন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে । উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক গরম হাওয়া প্রবেশ করছে । উত্তরবঙ্গের চেয়ে দক্ষিণবঙ্গে গরমের প্রকোপটা বেশি ।
রবিবার বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প আবার দক্ষিণবঙ্গে প্রবেশ শুরু করবে । তার প্রভাবে রবিবার থেকে মঙ্গলের মধ্যে আবারও বৃষ্টির সম্ভাবনা আছে । বিশেষ করে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, দুই মেদিনীপুরের, কলকাতাতে বৃষ্টি হতে পারে । তবে ভারী বৃষ্টির সম্ভাবনা এখন নেই ।
২৭ মার্চ সোমবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের ক্ষেত্রে ওপরের পাঁচ জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার আবহাওয়া শুকনো থাকবে।
২৭ মার্চ সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি আর নিচের তিন জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সমতল এলাকায় দিনের তাপমাত্রা বৃদ্ধিরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।